একি মানব জনম বলত অনিমেষ
যেটার নেই কোন শেষ!
যেখানে পরিবর্তন বিবিধ শালয়ে
করছে সর্বদা সমাবেশ।।


অন্ন, বস্ত্র, বাসস্থানে কি মিটেছে
মানুষের চাহিদার রেশ!
আমি কিরকম ভাবে বেঁচে আছি
দেখেযা ওগো বন্ধু সুরেশ।।


প্রতি সন্ধাবেলা চোখে শুধু
আলো আধারের খেলা,
চোরে চোরে মানব সভ্যতা গড়া
গুণী মুখোশের হাসি বেশ।।


ও অনিমেষ! যেটার নেই কোন শেষ


ভুলেছে মানুষ ছিল কি তার
উদ্দেশ্য এই সাধের জনমের;
সপ্তদশের ছ্য় রিপুর বিড়ম্বনায়
দমন করেছে বেশ।।  


অজস্র বারিধারায় হৃদয় বিদ্রহ,
কলুষতায় অনুভূতি মরে গেছে,
জেগে আছে বনলতার সবুজতায়
নিস্প্রভিত ফুলের সুবাস,
শেয়াল কাঁটারূপী বেদনাদায়ক
রাক্ষসী ভূতের দেশ।।