আজ সর্মিলা ডাকছে সদয়, মন মাতানো রঙিন ছোয়ায়
রাতের নির্জনতায় , ভোরের কুয়াশায় , নির্জীব সকাল
তবুও থেমে নয় প্রাণ চাঞ্চল্যতায় বর্ষযাপনে; ছুটে চলে
দূর হতে দূরান্তরে-
চাষী, কুমার, উঁচু নিচুর ব্যবধানে মিলে সবাই তেপান্তরে।
মাঠ পেরুলেই ডাক পড়ে শেয়ালের গর্জন শুনি বিষধরের।


আজো ভুলিনি -
রুদ্রতাপের শৈলতা, রঙমঞ্চের যাত্রাপালা, নাটিকা অমল
নামের ছেলেটা পড়ে আছে একেলা; কাঁদছে ছেলেটা প্রিয়-
জনের বিয়োগ ব্যাথায়!
কবি লিখছে কবিতা, গায়ক গায়ছে গান; গ্রাম বাংলার রূপ
রহস্য -
বাংলার সম্রাট বাবর পিতৃস্নেহে দিল নিজ প্রাণ বলিদান।
সকল বিপুলতায় আমি অবাক রয়েছি অবলীলার পঞ্চমুখে
মুখ টিপলেই মায়ের দুধের গন্ধ মিলে-
আলো,বাতাস্, পানি সাগরের লউ তাড়নার ঢেউয়ে ঢেউয়ে;


জীবন দিশার দিব্যলোকে, জ্ঞান হিনার দিব্যজ্ঞানে।