চলমান সময় নেই কোন বাধা
কেনরে দাদা?দাদা দেখ!
পথে কত কাদা, চলতে গিয়েও বাধা।
জীবন পথে থাকবে কাদা, থাকবে অনেক বিভিষিকা ।
সময় বলে,
আমার কাটা চলবে দাদা সমান গতির চাকা।
বুঝতে যেদিন শিখেছিলে, বুঝতে যদি এটা
সময়ের মূল্য কতটা।
সময় জ্ঞান আছে যার,বিদ্যাবুদ্ধি চেতন তার।
কথায় বলে লোকে,
সময়ের পাঁচ ফোড়,অসময়ে দশ
বুঝিলাম যখন,ভাবি সর্বনাশ।
এ জগতে হাই সেই অসহায়
যে কাটালো সময় অবেলায়।
যে দিল মূল্য সময়ের বেলায়
সেইতো দেশের বড় জামাই!
সেই হল দেশের সম্পদ জাতির কর্ণধার।
অবেলায় বিদ্যা খাটিয়ে সময়ের মূল্য দিয়ে
অসহায় লোকটি হল ঘরজামাই!
ঘড়ির প্রতিটা কাটায়, সময়ের মূল্য বোঝায়
সেকেণ্ড বলে ছুটছি, মিনিট বলে হাঁটছি,
ঘণ্টা বলে টেনশন নিওনা,আমিও এগোচ্ছি।
আসলে দাদা এটাই টেনশন
বুঝলাম অবেলায়
সময়ে জামাই অসময়ে ঘরজামাই ।