আস মিত্রতা করি ভুলি যত্রতত্র বেদনা
বিচ্যুতি।
কালের পরিক্রমায় কূললক্ষ্মী ডাকছে
তোমায়;
কূলহারা পথিক কূল খুজে পাবে নাকো
বিনা আলিঙ্গনে মিত্রকে তোমার।


মিত্রের শহরে শত্রুর পদস্থান হারাম।
আমি লক্ষ্মী থাকব ডিঙি হয়ে চিরকাল
যেন শত্রু না মিলে মিত্রের বেড়াজাল।


কুলবধুর মমতাময়ি স্পর্শযেমন কাম্য
নর মস্তক ব্যাথায়,তেমনি শত্রুতা
ভুলবো মোরা বন্ধুত্বের কোমল ছোঁয়ায়।


কনিষ্ট ছেলে রেগে ছিল বড় ভাইয়ের চরম
শত্রুতায়।
জেষ্ট ছেলে স্বপ্ন  দেখে কুললক্ষির পরম
মিত্রতার।
নিশি দিনে জেষ্ট বলে,
আস ভাই  আলিঙন  করিভুলি  যত্রতত্র
শত্রুতা ।
আস বাহিব ডিঙি, করিয়া গঙ্গাস্নান লক্ষ্মী
নদির তীরে।
যেখানে মিত্রতা সেখানে মোরা
ভাইয়ে ভাইয়ে আমরা সেরা।
চাইনা হিরা, রত্ন যতদিন আছে
“লক্ষ্মীমিত্র” ও “জগতস্বামি”।