আজ থেকে আর করবনা আহাজারি
বন্ধু বলতে চাইলেও দেখায় বাহদূরি।
আজব মনের আজব মানুষ
হয়না মনের মিল !
বোঝা যায়না মতিগতি কি করতে চায়
দুঃখ পেলেও হেসে খেলে ঘুরে বেড়ায়।
ফুরিয়ে গেল বন্ধুত্ব যেন
এই বর্তমান নিখিল ।
প্রেমাসক্ত গৌরীচান হয়েছে বলবান
আমার কথা ভাবেনা ,মনে রাখেনা !
তারা আজ এই সমাজে
ডিজিটাল মডার্ণ।
দৃশ্যমান যেটা সেটা দৃশ্যমান যেন না
মাটির তৈরি ঘর দুয়ারে মানুষ থাকেনা।
কামিনী,কৃষ্ণচুড়া ফুল ফুটে
ঝরে গেল স্বাভাবিক।
কিন্তু মধু চন্দ্রিমার রাত আর পেলামনা।