ঘামছে গতর
ভিজছে ছতর
                 গরমে জীবন অস্থির
একটু চাওয়া
শীতল হাওয়া
                অধির অপেক্ষা বৃষ্টির।


মাঠঘাট ধুধু
বৃষ্টি চাই শুধু
                কোথাও দেখা নাই মেঘের


মানুষের কষ্ট
ফসলও নষ্ট
               তীব্র তাপদাহ বৃষ্টি চাই ঢের।


বিশ্ব উষ্ণায়ন ফল
অপ্রতুল বৃষ্টি জল
                গ্রীষ্মের এমনি বৈশাখ মাসে


প্রকৃতি এ কি খেলা
দিন যায়,যায় বেলা


               শ্রমজীবি মানুষ কষ্টে আছে।
রহম করো হে প্রভু
কষ্ট  দিও  না কভু
                  মাঠঘাট খাখা চারিদিক ধুধু
সতেজ করো শষ্য
মেঘে   ঝরাও বর্ষ
                     চাই না ঝড় বৃষ্টি চাই শুধু।



ঝিলের জলে
ঝিলের জলেতে শাপলা ফুটেছে
দামাল শিশুরা তুলতে ছুটেছে ,
মায়ের হাতেও একটি জুটেছে ।।


দোয়েল নাচিছে কদম ডালেতে
টেঙরা বেঁধেছে জেলের জালেতে,
হাঁসরা দাড়িয়ে ক্ষেতের আলেতে।।


আকাশে মেঘের দোপাটি মিছিল
বর্ষায় ভরিছে ডোবা,নদী, ঝিল,
চাষীরা বাধিঁছে কাটাপাট পিল।।


বহিছে পবন  ফিরবে  কখন
ছুটিছে পথিক হাঁটের  লগন,
মনের ভিতর কিসের  দহন।।


কলমি ফুল দুলিতেছে বাতাসে
মাছরাঙা,বক উড়িছে আকাশে,
পাখিরা ফিরবে কখন আবাসে।।