এক বসন্তে ভালোবেসেছিলাম


যখন পৃথিবী রঙ্গিলা নোলক পরেছিলো।


আলোক যেন হারিয়ে ছিল অন্তরীয় তলে


তবু কেন রাত হয় রেখেই অন্দরে।



আজ গ্রীষ্ম এলো ধরায়


ভালোবাসার পূর্ণতা আর একটুখানি ঝরা।


কষ্টগুলো তোমায় নিয়েই নীরব অবোধ ভোলা


হারিয়েছি তোমায় ফেলে সুখের অতল নীলে


সুখ খুঁজে আর পাবো কোথায়


দিয়েছি দূরে ঠেলে।