অনুকম্পে অনুযোগী অলীক সুরে মাতে
তামাক রেখে চোখের পানে গভীর অনুতাপে
কুম্ভকারে অসীমতটে সম্ভার খুঁজেটান
নীরব যোগিনী নেশারঝোঁকে পদ্মে মারে বাণ।
সুরের মায়ায় কেউ ভাসে না, নিছক কথাবলা
তারপরেতে অনুযোগীর অসীম ভালো লাগা
কূট মাঝারি হৃদয়ে রেখে তুরুক চলাচল
হারিয়ে গেলে দোষ দিও না, অভ্র মেঘের ভুল।


এই সুরেতে গেঁথে চলি হাজার ভুলের সুতো
ডাক দিওনা ধাতুর তালে থাকি আমি মগ্ন।
আজ চেয়েছি একটুখানি ভালোবাসতে দাও
কাল না হয় জন্ম নিবে কুকুর না হয় ভাও
রক্তে আছে নেশাকাটা আদিমতার তাল
নিজের রক্তে বিষ ঢুকাবো মরবো আমি রাও।