টাকার পিছনে ছুটেছি শুধু, বেশির ভাগই কালো,
দেশটা এমনিই চুলোয় গেছে, (আমার) সুইস ব্যাঙ্কই ভালো।
ট্যাক্স দেব? কি যে বলেন? পাগল হলেন নাকি?
রেড পড়বে? আছেন কোথায়? (ওটা) হাজার টাকায় ফাঁকি।
ডলার উঠছে, উঠুক উঠুক, কিছু আমারও আছে সেয়ার,
একশো হলেই ডবল ভ্যালু, তখন থোড়াই কেয়ার।  
আমি আবার ব্র্যান্ড কনশাস, ফরেনের সেন্ট গা-য়,
দেশীগুলো সস্তা খুবই, ওসব ভিখারিদের মানায়।
সুযোগ পেলে অ্যামেরিকা, চলে যাবই কোন ফাঁকে,
পালাবো না?  বলছেন কি? এই খানে কেউ থাকে?
নেতারাও তো তাই বলছে, পড়েন না কি কাগজ?
দেশপ্রেম মানে শুধুই সন্ত্রাস-ভরা মগজ।
পড়শি দেশটা ভীষণ খারাপ, মানুষগুলোও পশু,
সুযোগ পেলেই মারবো তেড়ে, (সেটাই) শিখছে আমার শিশু।
ভগত সিং এর ছবিটা দেখি, ধুলোয় গেছে ভরে,
হবেই তো, পাগল ছিল, কেউ আবার দেশের জন্যে মরে?
সারা জীবন কাটিয়ে দিলাম রাজনীতি, বিভ্রাটে,
শুধু দেশপ্রেমটা জেগে ওঠে ক্রিকেট খেলার মাঠে।