আমি নিশ্বাস নেব তৃণের ন্যায়।
শান্ত নদীর তীরে
আমার পায়ের নীচে পাতাল স্পর্শী কালো জল,
কালো জল, আমার হৃদয়ের মত কালো।


দূরের জল স্বচ্ছ হচ্ছে ধীরে ধীরে,
বয়ে যাচ্ছে অপর পাড়ের বালির কাছাকাছি,
ক্লান্ত সূর্যটা ঝিমচ্ছে।
ঝিমচ্ছে, ঠিক আমাদের মত।


আরও একটু দূরে দাঁড়িয়ে আছে দুটো বৃক্ষ
বাতাসের চলাচল লক্ষ্য করে।
কিছু সুগন্ধি ফুল বাতাসে এলোমেলো,
শুধু লাল পতাকা নেই তাদের হাতে।


পিপীলিকা টপকে যায় বালির পাহাড়,
ভালোবাসা কোনদিন পিছু ডাকে না তাদের।
মৌমাছিটা একটাই গান শোনায়
হাজার হাজার ঝরে যাওয়া ফুলের উদ্দেশ্যে।


আমি নিশ্বাস নেব সবুজ তৃণের ন্যায়।
নতুন দিনের ডাক শুনিনি অনেকদিন,
মৌমাছিটা এবার অন্য গানও গাইবে,
বিপ্লব, তুমি ফিরে এসো বারেবারে।


কবিতাটি চীন দেশের বিখ্যাত কবি গু ছেং-এর রচনা। ১৯৫৬ সালের ২৪ শে সেপ্টেম্বর বেজিং শহরে জন্ম গ্রহণ করেন গু ছেং। মাত্র বারো বছর বয়সে সাংস্কৃতিক বিপ্লবের সময় ওনার পরিবার শেডং গ্রামে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানেই ওনার কবিতা লেখার শুরু। ১৯৭০ সালে উনি জিয়ান্তিয়ান পত্রিকার সাথে যুক্ত হন। চিনা সাহিত্যের বিখ্যাত মিষ্টি পোয়েট বা ছায়া কবিদের মধ্যে তিনি অন্যতম। দেশ থেকে বিতাড়িত হয়ে গু ছেং সপরিবারে নিউজিল্যান্ডে বসবাস শুরু করেন ১৯৮৭ সালে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়য়ে চিনা ভাষার অধ্যাপক ছিলেন। ১৯৯৩ সালের ৮ ই অক্টোবর ওনার স্ত্রীকে হত্যা করে উনি নিজেও আত্মহত্যা করেন। ওনার লেখা সবচেয়ে বিখ্যাত কবিতাটি মাত্র দু লাইনের, নাম 'এ জেনারেশন।'


                 কালো রাত আমায় অন্ধ করে গেছে,
       সেই অন্ধকার দিয়ে আমি শুধুই আলো খুঁজে বেড়িয়েছি।


শেষে বলি, এই মিষ্টি পোয়েট বা ছায়া কবিদের সম্বন্ধে আলোচনা সভায় আমি একটা লেখাও দিয়েছিলাম, কারুর মনে কৌতূহল জাগলে দেখে নিতে পারেন।