কেউ যদি নিজের প্রতিচ্ছবির অনুরাগী হয়ে নিজের আপোষ জানতে চায়,
নির্ঘাত তার মুখচ্ছবিটা লাল-নীল হতে হলুদ হয়ে ফেকাসে একটা অসমাপ্ত কাব্যরস হবে।
যেখানে একটা জীবন্ত বেসাতি মন জ্বলে পুড়ে একটা ধূসর মৃত্যুযোগ।
সাথে জল-ফড়িং এর পায়ের ছাপ নিজের পালিয়ে যাওয়া সূর্যাস্তের ভুবনডাঙ্গার মাঠ।
একএক পরিসরে এক ব্যক্তিগত নরক যন্ত্রণা
সীমাবদ্ধ পরিধিতে অবরুদ্ধ সংকীর্ণতার প্রবেশ অধিকার রেখার উপপতি,
যে-রেখা বিচ্ছিন্ন হতে হতে নিজস্বতায় নীললোহিত।


ভালোবাসা এককথায় ধূসর, এক সস্বেচ্ছামৃত্যু!