হ্যাঁ আমি এখন একলা বেশ থাকি
ইদানিং বেশ শিখেছি আত্মছবি আঁকি
হাত দুখানি জুড়ুন হয় যেমন জোড়
বাঁধনছেঁড়া ঘুড়িটার মতোই বিজোড়
শুধু প্রতি রাতেই কিছু বিক্ষিপ্ত ঘটনা
কাছে আসে জানিনা ওরা কি অতৃপ্ত চেতনা
নিদারুণ টান লাগে শুকানো রক্তের তলে
অনবস্থিত অনুভূতি গহিন বুকের হলাহলে
এক থেকে একটা বাঁধন ছিঁড়েবে তো কেউ
তবু বুকে আছড়ায় কেন সে বিচ্ছেদী ঢেউ
মন যে বড়ই ভঙ্গুর তাই দিয়েছি কবর
শুখা মাটি দিয়ে রয়েছে অসিক্ত অতঃপর
একা বেশ আছি মাঝরাতে জ্বেলে বাতি
শুধু একা পারাবারে প্রতিধ্বনির খোঁঁজেই মাতি