প্রাতঃভ্রমন সেরে ফাঁকা মাঠের ধারে এসেই মনে পড়ে, আজ আবার কর্মহীন সোমবার
আলো হাতে নিয়ে অন্ধকারে দাড়িয়ে আছে
শুধু একলা স্টেশন
তোমাদের চেনা শহুরে পরদা সরিয়ে দেখি...
শূন্য হওয়া ভানুমতীর খেল
পোষাকের ভীতরে চামড়া
না চামড়ার পোষাকে মোড়া


নীরবতায় খুলে রেখে এইবার,
শুধু এভাবেই আশায় আসা, এগিয়ে আসে ঝড়
লাবণ্যময়ী তুমি কি পর?
মাটির প্রদীপ কিছু খই...
বাইরে তুলসী তলা,
ছায়াতে দাড়িয়ে তখন ছায়াহীন ব্যস্ততা।
এখন শূন্যতা মানে একপথ একা পথ,
দূরে টিকিট কাউন্টারে ইঙ্গিত ইসারা
বিলীন হতে হবে একতারা
আজ তারা গুলোও বেশ উজ্জ্বল
আরও কিছু দিন হলে হবে ব্লাকহোল।