খুব বেশী ভাবি'না...
ভেবে ভেবে কি হবে আমার?
তবুও অনিচ্ছায় ভাবা... ভাবতে ভাবতে,
একাকী হয়ে পড়া...
ভিড় করে সামাজিক বৈষম্য,
অজুহাতে শিক্ষা পেয়েছি দলবদ্ধতা...
কিছুটা এগিয়েও আবার ভাবি...
মনটা আমার, সাদা-কাগজ...
অথচ... কেন যে, জীবনটা উপন্যাস হয়ে গেল!
প্রতি মুহূর্তে তাই, ব্যক্তিত্ব আমার,
জানান দেয়,
সে যেন আমার উপন্যাসের সদ্য মলাট!
অথচ জীবনচরিত মানে, ঘটনা গাঁথা!
সেও এক অমোঘ বার্তা!