নীলরঙ্গা আকাশের নিচে ভিজে সমুদ্দুর
হতাশা বেদনা সেসময় বিদ্রূপ
অনন্ত বালুচর এখনও নিশ্চুপ


একরোখা প্রতিবেদন ভালোবাসতে পারি
চল আগুনে হাত বাড়াই
নতুন করে আবার হারাই


ভালোবাসা অচেনা নয় তবু চেনা দিতে ভয়
একটু জায়গা দিওগো হৃদয়
যদি কখন পদধ্বনি হয়


উদ্বেলিত দেহের পশম একটু জায়গা চেয়ে
আঁধারে বিদীর্ণ আঁধারি ঘামে
কেঁদে একাকী বৃষ্টি নামে


তবু একটু জায়গা দিও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রই
শিউলি ঝরবে একদিন নিশ্চয়ই