মনে হয় আমি বিশ্বগ্রাসী...
সব টুকুই আমার চাই,
প্রথম সূর্যকিরণ শিশিরে যেভাবে
জলকণার অস্তিত্ব কাছে আনে...
রোমকূপে শিহরণ জাগিয়ে তোলা
ঠিক সেই ভাবেই আবেশিত হয়ে পড়ি
অন্ধকারে তারা দেখতে দেখতে...
রাত না থাকলে অনেক কিছুই অপ্রাপ্ত
জোনাকির আলো দেখাও অসম্ভব
ঠিক যেমন রাত নামলেই দিনের আশা
নদী দেখলেই আশা বাড়ে ঝর্ণার সন্ধানে
সাগরের কাছে পোঁছালেই
উদ্দাম ঢেউয়ে মন উথালপাতাল
ঠিক তেমনই পাহাড়ে পৌঁছে
আকাশের দিকে হাত বাড়াই
থমথমে ঠান্ডা ঠান্ডা শান্তির ছোঁয়াছুঁয়ি
আর আশ্চর্যজনক শব্দের প্রতিধ্বনি
উঁচু হতে দেখা ছোটছোট সারিসারি
নিচু গাছপালার মাথা গুলো
আঁকাবাঁকা পথের গতিবিধি
আহা পরম প্রাপ্তি
সব টুকুই আমার চাই,
সব পাওয়ার বিশ্বাস এই জীবনেই
জীবন যেমন চলমান মৃত্যু তেমন চিরশান্তি
জীবন থাকলে মৃত্যু অনিবার্য
যারা মৃত্যুকে অবিশ্বাস করে
তারাই জন্মান্তরবাদের গল্প বলে
পরজন্মের গল্পকথায় আমি বিশ্বাসী নই
যাকিছু পাওয়ার আছে এই জন্মেই
সব টুকুই আমার চাই...