কখনও চেয়ে দেখিনি বালিঘড়ি হেঁটে গেছে খাঁড়ির নদীতটে
তেপান্তরের সুরে নেমেছে ধুমবৃষ্টি
পাথুরে রাস্তার কানেকানে অনুরণিত
অবাক করা কিছু শব্দের ফিস্‌ফিসানি
জড়িয়ে মেঘের গন্ধে ভিজেছে পায়ের গোড়ালি  
কাছেই মায়াবী মেঘ-কেশ
দাঁড়িয়ে আছে অসীম শূন্যতা
যৌবনের জলদাগ পেরিয়ে ঢলঢলে নিশাগম  
তোমার চিরপরিচিত চুড়ির আওয়াজ সেখানে অচেনা।