এখনো শোনা যাচ্ছে নারীর কান্না,
এখনো ভাত পাইনি অনেক কাতর শিশু!
সমাজ এখনো অন্ধকারেই!
ঘুমিয়ে নাকি ! শুনতে পাচ্ছো কিছু?
সকালের স্বাদে মিশেছে বিষাদ,
অচল মানব জাতি।
উচ্চবৃত্তের বিষ দংশনে গরীব পাইনি গতি।
স্বাধীনতা, এই কথাটা বলবো কেমন করে?
গরীব যখন পদানত,পায়ের নীচেই মরে।
সমাজ, তুমি জাগো এবার,
উঠেছে স্বাধীন আলো।
ভাঙো মনের জীর্ণ কপাট!
স্বাধীন করি চলো।