একদিন চলে যাব অনেক দূরে
চাইলেও পাবি না দেখা,
আজ  আমি তোকে ছাড়া
বড়ো একা।
যেমন চাঁদ কে ছাড়া পৃথিবী ;
আগুনকে ছাড়া ধোঁয়া ।
তবে তুই যখন দেখলিনা ফিরে,
মিশে যাব অচেনার ভীরে
ভূলে যাব চেনা আমার আমিকে!


কবিতার ডায়েরিটা যেন আজ আনমনা, সেও বোধহয় কেঁদেছে একবার।
তুই চলে যাওয়ার পর
একদিন খুব ঝড় উঠলো  ,
মনের ভেতরটা করলো তোলপাড় ।
আমি ভালো আছি  ,
তবে  থেকে  গেছে পুরোনো  হাহাকার !
হাতের লেখাটা এখনো অগোছালো ,
খুশি হব
কষ্ট করে যদি পড়িস একবার।।