আমি শীতল হাওয়া
      বয়ে চলেছি শীতলতর হয়ে ;
আমি একলা আকাশ
     ভাসছি দেখ মেঘের ভিতর দিয়ে ;
আমি সেই একটি তারা
    দেখলে চোখে বয়বে ধারা,
তারই মাঝে  অবাক হবি
     ডাকলে পরে মিলবে  সাড়া ।
আমি সেই ভোরের পাখি
      দেখব যখন চেয়ে ,
বুঝবি তখন আমি আছি
      আসবি সেথা ধেয়ে ।
আর কাঁদবি !
     আমায় সেথা দেখতে না পেয়ে।
আমি তোর চোখের জল
   রয়ে যাব দূঃখের গান গেয়ে।