সমাজ পুড়ছে  আজ! নাকে লাগে পোড়ার গন্ধ ।
চারিদিক  ছেয়ে গেছে চীৎকারে।
থেকে থেকে বলে উঠছে, বাঁচাও! বাঁচাও!
সমাজের আগুন হয়ে উঠছে তীব্র  থেকে তীব্রতর।
ভীষণ উত্তাপ যেন  ঝাপসা করে দিয়েছে দুচোখ ।


আগুনের  প্রবাহ প্রতিনিয়ত বয়ে চলেছে, শিরায় শিরায়।
আর ছারখার  করে দিচ্ছে   হৃদয়।
কখনো  সেই  আগুনে  ঝলসে  যাচ্ছে, কোনো এক  নারীর  দেহ।
বাদ পরছে না কোনো অবোধ শিশুও।


হয়তো থেমে যাবে সব প্রকৃতির  শাসনে,
আকাশ  থেকে ধেয়ে আসা বিদ্যুতের  আঘাতে।
বা হয়তো শীতল  বৃষ্টির  ফোঁটা , আছড়ে  পরবে সমাজের বুকে।
নিভে যাবে  আগুন;
হয়তো সমাজ ফিরবে আবার, ভালো মানুষ রূপে।