অভিজ্ঞতালব্ধ জ্ঞান,
জগৎ করে উজ্জ্বল,
ধার করা জ্ঞান
কেবলই বাজারে মাল।


যত পড়াশোনা,
ততই জ্ঞানের ভান্ডার,
কিন্তু বাস্তব জ্ঞান,
অভিজ্ঞতারই দান।


ঘাম ঝরিয়ে,
কাজ করে যে মানুষ,
সে জানে জীবনের,
কঠিন বাস্তবতার স্পর্শ।


বইয়ের পাতায়,
লেখা থাকে শুধু কথা,
কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে,
জ্ঞান হয় সত্য।


তাই চলো বন্ধু,
অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাই,
জ্ঞানের আলো জ্বেলে,
মানবজাতির মুক্তি
পথ দেখিয়ে যাই।