যুগ যুগ ধরে ধর্মের আড়ালে,
চলে আসছে লোভের খেলা।
সত্যের আলো ঢাকা ধুলোয়,
মুখোশধারী মহাপুরুষেরা।


নীতিবাণীতে ভরা গ্রন্থ,
কিন্তু অন্তরে লুকায় কুটিলতা।
শান্তির বাণী বলে,
কিন্তু করে বিদ্বেষের চর্চা।


খ্যাতির লালসায়,
লিখেছে প্রবন্ধ,
নিজেদের নামে গড়েছে প্রতিষ্ঠান।
কিন্তু মানুষের মুক্তির পথ,
কখনো দেখায়নি।


ধর্মান্ধতার বিষ ছড়িয়ে,
মানুষে মানুষে বিভাজন তৈরি করে।
স্বার্থের খেলায়,
হারিয়ে যায় মানবতার গান।


কবে আসবে সেই দিন,
যখন সত্যের আলো,
ভেদ করবে সকল অন্ধকার।
মানুষে মানুষে মিলে,
গড়বে নতুন পৃথিবী।