অনন্ত বলে কিছু নেই,
অসীমকে এখনো দেখি নাই,
দিন আর দ্বীনের পথ খুঁজতে গিয়ে,
সামনে এসে দাড়ালে।


আড়াই প্যাচের জীবনকে এখন প্রশ্ন,
কীরে কবে শেষ হবি?


জীবন ত্বরীর বৈঠা নিয়ে গেছে,
কেউ একজন,
০৭-০৭-১৭ তে।
সে বাঁচতে চায়,।


আমিতো অসীমকে দেখব,
তাই প্রশ্ন,
কীরে সময় ফুরোবিত?


পরিবর্তন এখন আর চাই না,
পরিবর্ধিত কষ্টগুলো,
কাঁদতে পারে না ।


বেঈমান সময় কথা রাখবে কী?
শেষের অপেক্ষার প্রশ্ন সেই একি।


প্রাপ্তিতো অনেক ,
আফসোস পৃথিবীকে কিছু দেয়া হল না।