বসন্তের আবির যখন রাঙিয়ে দেবে
তোমার আমার সপ্ন।
যখন আমার শিশুর মুখে আনন্দের
রং দেখে গর্বিত হব,
ঠিক তখন সিরিয়াতে কোন পিতা
রক্ত মাখা সন্তানের দেহ কোলে নিয়ে,
তাকিয়ে থাকবে আকাশের দিকে।
চোখের জল হয়তো তখন
শুকিয়ে যাবে তার ।
রক্ত দানব আজ কেড়ে নিয়েছে
শত শত ফুলের মত
কচি শিশুর প্রাণ ।
বন্দুকের নলের সামনে
রক্তদানবের রক্ত পিপাসার
শিকার ফুলের মতো কচি কচি শিশু।
রক্তের হোলি উৎসব সমগ্র সিরিয়া জুড়ে
মানবিকতা ভূলুণ্ঠিত আজ
বিশ্বের পথে পথে।
রক্তদানবের দল কেড়ে নিয়েছে
বিশ্বের সকলের আনন্দের প্রতিটি মুহূর্ত।
        আমি স্বপ্ন দেখি
একদিন নিপাত যাবে রক্তদানবের দল।
সমগ্র বিশ্ব জেগে উঠবে দানবের বিরুদ্ধে,
ইতিহাসের কালচক্রে কোন দানব
দীর্ঘস্থায়ী সাম্রাজ্য গড়ে না।
"তাই আমারও বিশ্বাস",
আবার সিরিয়াজুড়ে কচি কচি শিশুর
হাসিতে আন্দোলিত হবে গাছের পাতা,
গেয়ে উঠবে পাখির দল, নেচে উঠবে নর্তকী,
নিপাত যাবে রক্ত দানব।।।