রক্তের নেশা।


বসন্ত হানা দেয় নব যৌবনের দুয়ারে,
আকাশে বাতাসে নতুনের সমারহ।
পুরনোকে ভুলে যখন নিজেকে
আবার ফিরে পেয়েছি নতুনের কাছে,
ঠিক তখন তুমি এসে দাঁড়ালে
আমার সম্মুখে,
দোয়েল পাখির মতো মিস্টি গলায়
বললে কেমন আছ?
হতবাক আমি শুধু তকিয়ে তোমার দিকে।
সেই কচি কলাপাতা রঙের শাড়ীটা
তোমার শরীর জুড়ে রয়েছে
মায়াবি অনুভুতিতে।
সেই চোখ,  সেই লাবন্যময় মুখ
নৃত্য গুরুর মানষ পটে আঁকা,
মনমোহিনী তোমার শরীর।
আমার রক্তে যৌবনের নেশা
যেন মাতাল করে তোলে আমায়।
পাঁচটি বছর পর আবার তোমার
নরম ছোঁয়ায় কেঁপে উঠল শরীর।
যেন সেই কিশোরীর অস্থির চাহনি,
মাতাল করে দিলে আমায়।
বললে  আবার,  কেমন আছ?
আমি বাকরুদ্ধ ।
শরীর দুলে দুলে উঠছে
মাতাল নেশায়।