আকাশেতে দেখ চারু
স্নিগ্ধ কণার ভিরে, কি নির্ম তাহার বায়ু,
মেঘের আড়ালে তুমি, ভাসমাণ সাদাতে জড়ায়ু।
.
অনুভব কর পদ্মের কোমলতা
মুগ্ধ পানে চেয়ে থাকো, সাগরের বিশালতা,
সদ্য ফোটা ফুলের গন্ধে মাপো, নদীর গভীরতা।
.
শুনতে পাচ্ছো কি? হে তোমাকেই বলছি শুনো
কে তুমি? জানিনে আমি! শুধু অনুভবে অস্তিত্ব তোমারি,
কোলাহলের মাঝে মিশে, মধুর এক আওয়াজ তুমি।
.
কে তুমি? ছোঁয়াবিহীণ পতঙ্গের নাড়ু?
দৃষ্টি আকর্ষনে তুমি, তার থেকেও যে পটু,
আমি বেস্ত শহরে খুজি, মধু মিশ্রিত সেই আওয়াজটুকু
আজ বহুকাল, সেই কোমল পদ্মের সন্ধানে বের হয়েছি, ‘কোমলতা চারু।’
---ASR