চেয়ে দেখ ঐ দূরের পানে
অগনিত তারার মেলা যেখানে,
চাদঁবিহীন জ্যোৎস্না রাতে
রশিহীন দোলখেলিতে শূন্যে।


চেয়ে দেখ ঐ দিগন্তের তীরে
সাদা মেঘের বসবাস যেখানে,
বর্ষরত  দিবার আড়ালে
কখনো বা গভীর আধারে।


চেয়ে দেখ ঐ কোলাহলের ভীরে
ধুলোয় ভরা ফুলগাছটি কি করে?
কাঠফাটা রৌদ্রের মাঝে
বেড়ে উঠছে উত্তপ্ত শহরে।


চেয়ে দেখ ঐ বদ্ধ চোখে
এক টুকরো নীলের মাঝে,
জীবন নামের বস্তু সে কি?
চলছে  কারো অনুসরনে।
---ASR