ছবিতে কবির মন ভিজে ভিজে ওঠে
শ্রাবণের বারিধারা ঝরে ঝরে পড়ে।
রোদ্দুর পড়া মুখে আলো আলো ভাব
গান কবিতা কত কথা স্মৃতির ঘরে ঘরে।
নয় দশকের যারা ছিল হাসি হাসি মুখ
দেশ বিদেশের মন কথা যেন রূপকথা।
আবার যদি ফিরে পাই শুনবো সে কথা
ওরা গেছে ঝরে সময়ের ঝড়ে যেন চুপকথা।


ছবি দেখে মনে হয় এই বুঝি কথা হবে
দিন মাস বছর ফুরায় ওরা থাকে নীরবে।
বেশতো ছিল সব সকালের গায়ত্রী মন্ত্রে
দরদিয়া কণ্ঠে মরমিয়া গান কবিতায় সরবে।
আজ তারকা হয়ে গেছো আকাশের খোলা মঞ্চে
কর্ণ কুন্তি সংবাদ পাঠ করো স্বচ্ছ উচ্চারণে?
শেষের কবিতায় কি পেয়েছ সঙ্গী তোমার?
জেনো আজো নদী ধায় তোমাদেরই স্মরণে