এই দহন দাহণে সব পুড়ে গেল।
এবার মাটির কলসি ফাটিয়ে জল দাও।
পরম শান্তিতে ঘুম নেমে আসুক।
তাই চাইছি একান্ত ভাবে
একটু মেঘ একটা ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি।
কেউ কেউ আবার রোদ্দুরকে চাইছে।
যদিও রোদ্দুর ধরা যেমন তেমন কর্ম নয়।
রোদ্দুর এখন সর্বত্র। তবুও....
ওর প্রচন্ড তেজে খাক্ হয়ে যাচ্ছে
মাখন শরীর মাটির সজীবতা শুষে নিচ্ছে।
নীল রঙের ধোঁয়ায় দূষিত ধরাধাম।
প্রকাশ্যে আনছে গলিত লাভাস্রোত
ওকে থামাতে হবে।
কিছুতেই সাতঘোড়ার সওয়ার হতে দেওয়া যায় না।
ছুঁড়ে ফেলতে হবে কালের অন্ধকারে।
তা'নাহলে স্বর্গের সিঁড়ি প্রস্তুত করা যাবেনা।