যেমন তুমি আছ তেমনি নাহয় থাকলে আজ
অন্য কেউ নিজের মতো থাকে যদি থাকনা ;
কালবৈশাখী মলয় হলে তোমার কি যায় আসে ?
জুইমালায় সাজবে তাই ফুটবে কি ফুল সারাবেলা।


দেখনা, প্রজাপতিটা কেমন আছে নিজের মত
জীবন চক্রে সেও ছিল কাঁটায় ভরা শুওপোকা ;
আজ সে কেমন ফুল থেকে ফুলে যাচ্ছে উড়ে
নিজের মত মধু নিয়ে থাকে কেমন নিজের মত ।


বছর ঘুরে ভুইচাঁপাটা ফুটল মাটি আলো করে
উঠোন জুড়ে টগর দেখ সারা বছর ফুটেই থাকে ;
মা আসবে যেই শুনেছে ফুটল কমল ঝিলের জলে
সকল দুঃখ যাই ভুলে কাশের দোলায় হৃদয় দোলে ।


তোমার জন্য কোয়েল কেন ডাকবে কাকের স্বরে?
উল্টো কেন বইবে নদী যাকনা বয়ে সে অনেক দুরে ;
ওরা নিজের ছন্দ নিজের গন্ধ ছড়িয়ে দিক বিশ্বজুড়ে ।
এমন করে থাকুক আঁকা এই প্রকৃতির বিচিত্র রূপ।