গোলাপের ডাল লাগিয়ে দিলে নাকি গাছ হ্য়?
        গোলাপের জানি বীজ হয়না;
ছোটবেলায় কাজ ছিল গোলাপের ডাল পেলে
        মাটি খুঁড়ে পুঁতে দিতাম ;
কোনোটা অতি যত্নে পচে যেত, কোনোটা শুকনো
        আবার কোনটাতে কচিপাতা ।
মনের ভিতর কেমন একটা ভাব চলে আসতো
        ঠিক যেন একটা গ্যাস বেলুন ।
কি যেন ফুলটার নাম অফিসটাইম বা নাইনোক্লক
        একটা ডাল কেটে তিন টুকরো
দুদিন যেতে না যেতে ডাল ভর্তি ঝাঁপিয়ে কুঁড়ি
        অবাক ঠিক নটার সাইরেনে ফুটত।
ভাবতাম গাছের ভিতের কি একটা ঘড়ি আছে ?
        অনেক ব্যবচ্ছেদে ঘড়ি পাইনি !
প্রকৃতির অপরূপ সৃষ্টি অপার, এক চরম বিস্ময়
        এই লতা গুল্ম আর বৃক্ষরাজী ।
ওরা নিজেরাই নিজেদের খাবার বানিয়ে নেয়
         ওরা বেঁচে বাঁচায় মরেও সাজায় ।
এই শ্যামলিমা ধরনীর ওরা একনিষ্ট কারিগর
          ওদের ধ্বংসে পৃথিবী অগ্নিপিন্ড।
এই যে বৃষ্টি এই যে নদী ঐ যে পাখির বাসা
          এই যে গাছের ছায়ায় বড় মায়া ;
ওহে শ্রেষ্ট মানবকুল, ওদের বাঁচিয়ে বেঁচে থাকব
     এ পৃথ্বী আমাদের,আমরাই অনন্তরক্ষী ।