থমকে গেছে জীবন
          গাছের পাতায় স্থবিরতা,
         পুকুর ঘাটে নেই ব্যস্ততা;
রাস্তার কালো পিচে অদ্ভুত নির্জনতা ,
রোদ্রতাপের দাবদাহে প্রকৃতি অনাবৃতা
        যেন সীতার অগ্নি পরীক্ষা,
        মৃত্যূর জন্য শেষ অপেক্ষা;
দাও মেঘ দাও অমৃত বৃষ্টি এনে দাও
অকরুণ দুনয়নে ঘন-কাজল দাও ।
      সবুজ পাতায় জলরঙের জলছবি আঁকো ;
      সেই জল ফোটাতে স্বস্তির আভাস রেখো ।
যে বীজটা ঘুমিয়ে আছে ইটের পাঁজরে
সেও তোমার ছোয়ায় চক্ষু মেলে ধরে ;
       মেঘ গর্জনে শিশুটা মায়ের কোলে
       জীবন জাগুক তোমার শান্তি জলে ।।