শেষ বিকেলের রোদ্দুর গোলকচাঁপার ডালে
  মৌমাছিরা এফুল থেকে আর এক ফুলে
    অদ্ভুত এক আলোয় পরিবেশ মায়াময়।
উমনো পিসী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে
  'বাতাসী ও বাতাসী কোথায় গেলি মা'
        প্রতি ডাকে অন্ধকার গভীর হ্য় ।
ঝুমনো পিসী সাথে এসে যোগ দেয়
একের ডাক অন্যতে প্রতিধ্বনি হ্য়
      বাতাসী বাতাসে গেছে হারিয়ে ।
এই চত্বরে সবাই একডাকে ওদের চেনে
সাতকুলে কেউ নেই ছোট্ট ভিটায় দুজনে
     দিন কাটে হাঁস মুরগী ছাগল চড়িয়ে।
তুলসী তলায় শংখধ্বনিতে প্রদীপ জ্বলে
আসর শুরু ঝিঝি আর জোনাকির দলে
     চার চক্ষু তবুও খুঁজে আঁধার সরিয়ে ।
নদীর চরে একটু আগে রাত্রী ঘুচে গেছে
কারা সারারাত ধরে হল্লা উত্সব করেছে  
   শরীর ছাড়া বাকলে বাতাসী মিলেছে ।।