চেতনার গভীরে তুমি আমি
          খুঁজি মানুষের মুখ ।
বেশির ভাগ দেখি দানবিক
          খুব কম মানবিক ।
নির্জনতায় কি মানুষের ভিড়ে
          নেই এতটুকু স্বস্তি  ।
বিশ্বাস অবিশ্বাসের বেড়াজালে
         আসে কই মনের মুক্তি ?
দিনের দিনমণি আঁধার ঘুঁচিয়ে
        এনে দেয় আলো কিরণে ।
হায়না শকুন রাহুর গ্রাসে
         আবার আঁধার সুর্যগ্রহনে !
ফুটতে পারেনা ফুল কাননে
         ঝরে কিটের দংশনে ।
রাতে আর দিনে আতঙ্কে জাগি
        ভিড় বাড়ে শুধু শ্মশানে।
এভাবে সয়ে আর কতকাল
        একদিন পিঠ দেওয়ালে।
মরণ কামড়ে প্রতিশোধ নেব
      চোখে চোখে আগুন জ্বালালে ।