তোমার সাথে আর কোনদিন হয়তো দেখা হবেনা !
  জানিনা, এই যে পাশে পাশে চলে গেলাম বহুদূর
  সমুদ্দুরের বুক চিরে চিরে লঞ্চটা এগিয়ে চলেছে
  হলদে ঠোঁটের সাদা সাদা পাখীরা পাল্লা দিয়ে উড়ছে ।
  সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওরা কেমন ঠিক লুফে নিচ্ছে
  তোমার বুকের ভিতর একটু একটু ইচ্ছার উস্কানি
  জুলজুল করা এক দৃষ্টি আমার খাবারের ঠোঙ্গাটাতে
  আমি মন্ত্রমুগ্ধের মত ধীরে ধীরে ওটা এগিয়ে দিলাম ।
  একটা একটা শুন্যে ছুঁড়ে দিচ্ছ খাবার ওরা লুফে নিচ্ছে
  তুমি ও কেমন নিষ্পাপ শিশুর মত খিলখিলিয়ে হাসছ
  আমি কেমন নীল আকাশের মত ভিতর ভিতর গর্বিত ।
  তারপর, আড়ালে আড়ালে এলিফ্যান্টা কেভে মুখোমুখি
  ছল-ছুতোয় বার বার ক্যমেরার লেন্সে তোমার মুখ
  কি যেন বলার ছিল কেউতো বলে উঠতে পারলামনা
তোমার হাত ছোঁয়ার ইচ্ছাটা আর কোনদিন পূর্ণ হবেনা !