একুশ আমার বুকের তাপ
  একুশ খোলা তলোয়ার খাপ
     একুশ আমার মনখোলা দরজা
       একুশ আজো রক্তে পলাশ ভেজা ।
একুশ আমার একরাশ অভিমান
    একুশ বুকে ঘুমিয়ে থাকা গান
      একুশ আমার স্বজন হারানো দিন
          একুশ আজো জেগে থাকা জনমন ।
একুশ আমার রাজপথে মিছিল
   একুশ পায়ে পায়ে হয়েছি সামিল
       একুশ জানে গোলা গুলি প্রতিঘাত
          একুশ আজো তাই শেখায় প্রতিবাদ  ।
একুশ আমার সোনালী ফসল ঘুম
    একুশ তোমায় ভালোবাসা ভরা চুম
        একুশ মাযের মমতা মাখানো মুখ
           একুশ প্রাণে প্রাণে ছড়িয়ে দিল সুখ ।



এই কবিতা বিশেষ এক কবির উদ্দেশে উতসর্গ করলাম । কবি ভাল থাকবেন ।