তবু ও বনলতারা ফিরে ফিরে আসে
        জামরুল বনে খালের ধরে নরম সবুজ ঘাসে ।
যুগল ভুরুর ধণুক বানের টঙ্কারে
       মনের খাঁচার পাখী কার কোথা যে যায় উড়ে ?
ছন্দে ছন্দে পথের মাঝে পদ্মকলি ফোটে
       ওষ্ঠের রঙে রঙ মেলাতে ভোরের সূর্য ওঠে ।
পরশ পেতে উথলি পাথালি যৌবন মৌ
        সাগর তীরে বারে বারে আছড়ে পড়ে যে ঢেউ ।
পাখিটার বুঝি চোখ গিয়েছে কাতরে স্বরে বলে
        চোখেতে চোখ তার পড়েছে চক্ষু গিয়েছে জ্বলে ।  
মৌটুসিটার মধু পানে মোটেই নেইতো মন
        উদাস হলো বাউল হলো তার চঞ্চলিত প্রাণ ।
তবু ও বনলতারা বার বার ফিরে আসে
         মাঠ প্রান্তর বকুলবনে সেই জীবনানন্দ আশে ।