আমার যা কিছু তোমার কাছে রয়ে গেছে
   পারবে কি সে সব কিছু ফেরাতে ?
দাওনা সেই মেঘলা ভাঙ্গা রোদ্দুর আলো
   বিষন্নতায় ঘেরা এ মন বারান্দাতে।
দাওনা সেই পরশ আধা শুখা আধা ভেজা
   হঠাৎ আসা বৃষ্টি দিনে একটি ছাতাতে ।
দাওনা সেই ফুল কুড়ানো ভোরের বেলা
   গাছ দুলিয়ে কত যে ফুল ঝরিয়ে নিতে।
দাওনা সেই হিম জড়ানো তোমার এলো চুল
   ঝাপটা দিয়ে দুচোখ ভিজিয়ে দিতে ।
দাওনা সেই বুনো গন্ধ পাগল হাওয়ার মতো
   শুকনো পাতায় আগুন ঝরিয়ে দিতে ।
দাওনা সেই পলাশ ছোঁয়া ফাগুন দিনের গান
   গাঙ্গের জলে ভাসা, সেই গানেরই স্রোতে ।
এসব কিছু বড়ই সাধারণ, তাও পারবেনা ফেরাতে
  এখন তুমি ঝুঠো জড়োয়ার মিথ্যে আলোতে।