ভোর সকালে চকিতে এক পশলা বারিষ ধারা  
ঠিক তারপরে সেই আকাশে শিশুর মত সরল হাসি,
ভাঙ্গা কুসুমের সব রং যেন নিমেষে ছড়িয়ে গেল
চিরন্তন সেই সুরজটাকে বলে ফেললাম ''সুপ্রভাত'' ।


পান্না সবুজ গালিচা বিছানো পথে কার পদচিহ্ন?
ধিরে ধিরে গেছে সে কুয়াশা জড়ানো পুকুর ঘাটে,
সিক্ত বসনে  অতি সন্তর্পনে সহসা তার মুখোমুখি
মুদিল সলাজে পদ্মকলি চক্ষু, বললাম ''সুপ্রভাত'' ।


চই চই হাঁসের'দল হেলে দুলে বলে জলকে চল
একখান দেয় শুধু পিছুটান পালকেই ঘাড় গুঁজে,
কি জানি কি মনে করে শেষে আলসেমি ছেড়ে
আওয়াজ তুলে পাখা ঝাড়ে । বলে ফেলি ''সুপ্রভাত'' ।


ফিরি কি ফিরিনা মনের ভিতরে শতেক ভাবনা
বাশের বনে অন্তর্দাহনে বিরহ-শ্বাস বাতাস জুড়ে ,
কে যেন নাই, কি যেন নাই, হন্যে হয়ে তারে খুঁজি
দেখা তার পেলে, হাসিমুখে বলবই  ''সুপ্রভাত'' ।