মনে পড়ে কদিনের জন্য বর্ডার খোলা
আপনজনদের সাথে গেলাম বাবার জন্ম ভিটেতে ।
চোখের সামনে ভেসে উঠলো সেই দিন ।
বাপদাদার বাড়িতে অন্যেরা কেউ আছেন ।


যেতে যেতে পথে চমকে উঠেছি
মলিন এক বসন শেওড়া গাছে দুলছে
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে সফেদ করোটি
পচা মাংস গন্ধে কেউ কেউ নাক চাপা দেয় ।


গল্পের মত কেউ বলে চলেছে
নর মাংস লোভীরা শকুনের মত
মায়েদের খুবলে ছিঁড়ে নষ্ট করেছে
হায়নাদের দেওয়া যন্ত্রনায় হারিয়ে গেছে ।


আমার ভায়েরা ব্যারিকেড করে রুখেছে
গুলি গোলা বন্দুকে দেখে মোটেই ডরায়নি ।
কত যে বুক খালি হয়েছে চোরাগোপ্তায়
কত যে প্রানের বিনিময়ে এই দেশ স্বাধীন
তবেই বাঁচলো দেশ নাম পেল বাংলাদেশ ।



অনেক ছোট ছিলাম । তখন নদিয়ার তেহট্ট থেকে গিয়েছিলাম এপার থেকে ওপারে । কিছু মনে আছে কিছু পড়ে জেনেছি । আমার আজকের নিবেদন এটাই "মনে পড়ে "