একঝাঁক বলাকার উড়ান দেখে মনে হল তুমি আসবে
  একরাশ সোনা রোদ্দুর ঝিকমিকিয়ে উঠে বলে তুমি এসেছো
    একমুঠো বকুল কুসুমিত হয়ে বলে ওঠে আজ তুমি থাকবে ।
একবুক অভিমান নিয়ে আমিও পথের দিকে চেয়ে ছিলাম ।
ভেবেছিলাম যাবতীয় জাগতিক সব বন্ধন থেকে তুমি মুক্ত
  দেখেছিলাম সম্প্রতি ওষ্ঠপ্রান্তে সাঙ্কেতিক ফুরিয়ে যাওয়া অতীত
    জেগেছিলাম প্রতি রাতের প্রতিকোষের গাণিতিক অনু-পরমানুতে
হেরে গেলাম ভঙ্গবিভঙ্গ শারীরিক মহেঞ্জোদারো অক্ষর শিলালীপিতে।