ফিরে এসো অবন্তিকা
তুমি নেই বলে আকাশ মেঘাছন্ন
বাতাসের শরীরে অভিমানী বাস্পায়ন
গাছেরা নির্বিকারে বিবর্ণ পত্র খসায়
ফুলেরা কোরকে নিজেদের গুটিয়েছে ।
      ফিরে এসো অবন্তিকা
দেখছনা বেগবতী ঝরনা শীর্ণকায়া
পথের নুড়িগুলো করোটির মত সফেদ
বুকের ভিতর মোচড় নিঃশব্দে ঘুর্নায়মান
বলি কাকে সেই কায়াহীনের কাহিনী ?
যেতে যেতে একবার পিছনে ফিরেছিলে
সেই মুহুর্ত্ত  থমকে আছে সেই সময়ে
কেউ আগে নয় কেউ পিছে নয়
কালচক্র ইতিহাসে এমন কখনো ঘটেনি ।
      ফিরে এসো অবন্তিকা
তুমি এলেই বসন্ত আসে কুঞ্জমাঝে
পাখির কাকলি ভরা নতুন এক ভোর
বাউলের একতারাতে সেই জাগরী সুর
মুখরিত চলাচলে এই জগৎ উদ্ভাসিত
কবির কলম স্রোতস্বিনী সফেদ কাগজে
কত কথা কল্লোলিনী অন্তর জুড়ে রাজে ।


প্রিয় কবির সুস্থতা কামনা করে এই কবিতা উপহার ।