শবের পচন দেখবনা চাইছি ফুলের সৌরভ
নিরস্ত্র প্রজার মৃত্যুতে বাড়বে কি গৌরব ?
যুদ্ধে যে বারুদ গন্ধে বাতাস হবে ভারী
আপনজন পথ হারাবে ফিরবেনা আর বাড়ি ।
আকাশ হবে অন্ধকার শকুন গুলোর ভিড়ে
রক্তনদী বেয়ে ছোট্টতরী ফিরলনা আর তীরে ।


কখন যে চোখ ঝাপসা হলো পাথর চাপা বুকে
জানলা দিয়ে দুচোখ পেতে চেয়ে পথের দিকে ।
শান্তি এবার নামল বুঝি চকিতে সূর্য গেল ডুবে
নিজের কাছে জবাব খুঁজি সত্যি  কার লাভ হবে  ?