হে স্রষ্টা আপনাকে আমার কিছু বলার আছে !
এইভাবে জনসমক্ষে পেশ করলেন কেন ?
এই শরীর তরিত গতির ছুটন্ত এক চিতা
এই দৃষ্টির আগুনে পুড়তে আসে পতঙ্গেরা ।
প্রতিটি পদক্ষেপে আগামী দিনের পদধ্বনি
হাতের পাঞ্জায় অন্যায়কে দুমড়ানোর বলিষ্ঠতা।


তবু আমাকে এমন জড়ভরত ভাবে গড়লেন ?
এই দুচোখে ভরে দিলেন এক নরকের নিষ্ঠুরতা ;
বহু চেষ্টাতেও ভাঙ্গতে পারলামনা জিভের আরষ্টতা,
আমার শব্দভান্ডার গচ্ছিত রেখেছেন শয়তানের কব্জায় ।
হায় ! গাছের একটা পাতাও আন্দোলিত হয়না !
নিঃশব্দ চিত্কারে গলগল করে রক্ত প্রসব করি ।


আমি যেন নতমস্তক ক্রীতদাস, আদেশের অপেক্ষায়
শয়তানের অঙ্গুলি হেলনে রক্তের হোলি খেলে চলি ।
আমার জীয়নকাঠি রেখে দিয়েছেন তার জিহ্বাতে;
আমার জন্যে উর্বর মস্তিস্কে রচেছেন বিশাল ষড়যন্ত্র
ম্রিয়মান আলোতে জঘন্য কীটের মত যাপিত জীবন;
             অসহায় অবস্থা  অসহ্য...
জেগে উঠবই ভিসুভিয়াসের মত অগ্ন্যুতপাত ঘটাতে ।