কমল ফুটল কোমল হৃদয়-সরোবরে
কমলো না হৃদয় নাচন সেই নাগর বিনে ।
কাজল কালো কাজলা কোমল নয়ন
উন্মুক হয়ে চেয়ে থাকে শুধুই পথের পানে ।


কালো ভ্রমর কি পায়নি কমল সুবাস?
সূর্যি তাপে প্রানের সুধা যায় যে শুকায়ে ।
এই আসে বুঝি ওই আসে বাড়ছে ব্যকুলতা
বাতাস দেয় কোমল করে পাঁপড়ি ফুটায়ে ।


দিনের ছুটি সন্ধ্যা আসে তারার ঝিকিমিকি
পথ চিনে সে কেমন করে আসবে হৃদয়পুরে ?
হিমের পরশ একটু করে আসছে ঘিরে ঘিরে
ঐতো দেখি আকাশ প্রদীপ কে জ্বালালো দুরে ।


এখন রাত গভীর হলো ঘুমিয়ে পড়লো চাঁদও,
হিমের কণায় কাঁপন জাগছে এবার এসো প্রিয় ।