ভাল
এবং উত্কর্ষ
এক অনাস্বাদিত মূর্ছনা
কিছু অনুরণনের উপমা হয়না ।
দিগন্ত বিস্তৃত আকাশ ঝুকেছে মাটিতে
একে একে অনন্ত চুম্বন আল্পনা আঁকছে ।
কখনো ছায়াবৃত অরন্যে, কখনো তপ্ত বালু ভূমিতে,
ওহে সফেদ অশ্বারোহী কিয়ৎকাল তিষ্ঠ দেখো অপরূপ দৃশ্য ।
বিদ্যুত ঝিলিক অনুপম বারিধারা, বাঁকা রোদ্দুর সদ্য ফোটা ফুলে ।
কত যুগ অপেক্ষা করেছে ওরা বৃষস্কন্ধের অসিচালনা দর্শন করবার তরে...