নিঃসঙ্গতায় বার বার জেগে উঠি
        নিদারুণ এক ইচ্ছা মাথা উঁচু করে ।
তোমার কাছে চেয়ে নেব
         শুকিয়ে যাওয়া ফুল-মালার পাঁপড়ি ।
স্বপ্নের খুব  কাছাকাছি যাওয়া
         উর্ধমুখী কিছু কিছু মুহূর্ত ।
ভেঙে যাওয়া টুকরো গুলো
         জড়ো করে ছবিটা সম্পূর্ণ করা ।
ফেলে আসা দিনের পদচিহ্ন মুছবো
         আর যেন না কেউ এপথে হাঁটে...
একটা লাল ফড়িং লেজ দোলাচ্ছে
         শালুক ফোটা পাতার কোরকে ।
নদীর ওপারের ঝাপসা বৃষ্টিটা
          ক্রমশঃ এগিয়ে আসছে কাছে ।
পুরো ভিজিয়ে দিয়ে ফিরে গেল
          লুকোচুরি খেলা সবুজ ধানের ক্ষেতে ।
তোমায় নিয়ে সাত-সতের ভাবনা
          এমন ধারা নদীর বুকে ঘূর্ণি খেলে ।