বালুচর পথ ধরে হেঁটে এলাম একটু দাঁড়িয়ে যাও ।
দেখো, ফসফরাস মেখে ঢেউগুলো আসে বালুকার তীরে ।
কবে থেকে ওরা ক্লান্তিহীন ভাবে আসে আর যায় ।
শুনছ, ওরা ফিসফিসিয়ে বলছে সৃষ্টির আদি কথা ।
ঐযে দিগন্ত জুড়ে চাপচাপ অন্ধকার যেখানে দৃষ্টি চলেনা ।
ওখানেই নাকি রামধনু ঝিনুকে অনন্ত সৃষ্টির বীজমন্ত্র ।
ঐ দেখ, গুরুপুর্নিমার চাঁদ টুপ করে উঠে পড়ল ।
আজ চাঁদ অকাতরে জোত্স্না ঢালবে সাগর বুকে ।
চাঁদ হবে মসীলিপ্ত আর সাগর হবে প্রাণসম্ভবা ।
এই পৃথিবী জুড়ে হবে নাকি আর এক মানব সভ্যতা ।
আমার এখন খুব শীত করছে , বুঝি ধুম জ্বর এলো ।
তুমি যাবেনা ! এই ঘন অন্ধকারে তোমায় কত খুঁজব ।
চল, এখানে থাকলে আমরাও হারিয়ে যাব ঐ মহাশুন্যে।
মনে হচ্ছে আমি তুমি নেই, থাকলেও কোনো অস্তিত্ব নেই ।
            চল ফিরে যাই,
      আমাদের সন্তানদের কাছে ।