কতদিন চুপ করে থাকব .........
আদি অনন্ত এখনও চুপ
মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসবো
কান খাড়া করে শুনতে হবে ।
‘একটু চুপ করতে পারনা,
‘তখন থেকে বকে চলেছ এবার চুপ করবে’
দোহায় একটু চুপ করো নয়তো বাইরে যাও ।
দিন পাল্টে গেছে...
এখন থেকে চৌত্রিশ বছর চুপ করে থাকবেন
নিশ্চুপ হয়ে জুল জুল করে মনস্তাপ করবেন  
দেখছেন না খোকা চুপ করে গেছে
খুকি রক্ত মেখে চুপ করে ঘুমিয়েছে ।
এসেছে নতুন দিন...
এত আলো সব ঝুপ করে চুপ হয়ে যাবে?
আকাশও চুপ করে মেঘের বুকে মুখ লুকাবে ?
আচ্ছা, ফুল পাখী বাতাস ওরাও চুপ করবে  
দিগন্ত  জুড়ে যে রামধনু ওটাও চুপ হয়ে যাবে !
আমি স্বপ্নের দিশারী...
চুপ থাকবনা,ফুল ফোটাতে চিত্কার করতে পারি    
আকাশ ফাটিয়ে বলতে পারি মাটি ভেজাতে বৃষ্টি দাও  ?
তবু ও রক্ত চক্ষুতে তর্জনী তুলে হুমকি দেবেন, তাইনা !
ভয় দেখিয়ে, দাবড়ি দিয়ে জোর করে চুপ করাবেন!
পারবেন না ! কি বলছেন ?
চুপ না করলে উলঙ্গ করে পথে পথে ঘোরাবেন
আমার সন্তান পরিবার আমার যা কিছু সব নষ্ট ।
তবু ও পারবেন না ক্রীতদাসের মত চুপ রাখতে  
হত্যা শেষে প্রতিবাদী জিভটাকে হিমায়িত করে
রেখে দেবেন ড্রয়িং রুমে ।